প্রতিষ্ঠান পরিচিতি
প্রতিষ্ঠানটি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন মামুদপুর ইউনিয়ন মামুদপুর গ্রামে ১৯৪২ইং সালে অবস্থিত। বিদ্যালয়টি অখন্ড ২.৬৭ শতাংশ জমির উপর অবস্থিত। বিদ্যালয়টি ৩টি ভবন দ্বারা বেষ্টিত। ১টি পৃথক পাঠাগার ৩টি ল্যাব আছে । প্রতিষ্ঠা লগ্নে আগ্রহী ব্যক্তিগণের নামঃ মৃত-ইনার হাজী, মৃত-তালেব উদ্দীন মন্ডল, মৃত-হরতন মন্ডল, মৃত-আকবর আলী মন্ডল, মৃত-মকলেছার রহমান চৌধুরী, মৃত-আঃ গফুর মন্ডল, মৃত-কিনা মন্ডল, মৃত-মোহাতাব মন্ডল মৃত-হরেশ চন্দ্র দেবনাথ, মৃত-কাতের আলী তালুকদার। ১৯৪২ইং সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৭১ইং সালে মাধ্যমিক শাখার পাঠদানের অনুমতি পান। এবং ১৯৭২ইংসালে ১ম স্বীকৃতি-সহ বিজ্ঞান, মানবিক ও বানিজ্য শাখা খোলার অনুমতি পায়। ১৯৮৬ইংসালে প্রথম এম পি ও হয়। বর্তমানে বিদ্যালয়ে কারিগরি শাখা সহ ৭৫০জন ছাত্র-ছাত্রী লেখা পড়া করেন। ২০১১ইং সালে ২টি ট্রেড নিয়ে কারিগরি শাখা অনুমতি পান। বর্তমানে পাশের হার ১০০ভাগ। শিক্ষক-কর্মচারীর সংখ্যা-২৭জন।